কুরআন - 41:50 সূরা হা-মীম সাজদাহ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَلَئِنۡ أَذَقۡنَٰهُ رَحۡمَةٗ مِّنَّا مِنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ هَٰذَا لِي وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّجِعۡتُ إِلَىٰ رَبِّيٓ إِنَّ لِي عِندَهُۥ لَلۡحُسۡنَىٰۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِمَا عَمِلُواْ وَلَنُذِيقَنَّهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ

এবং যদি তাকে আপন অনুগ্রহএর স্বাদ আস্বাদন করাই ওই দুঃখ কষ্টের পর, যা তাকে স্পর্শ করেছিলো, তবে বলবে, ‘এ তো আমার এবং আমার ধারণায় ক্বিয়ামত সংঘটিত হবে না আর যদি আমি রবের প্রতি প্রত্যাবর্তিতও হই, তবে অবশ্যই আমার জন্য তার নিকটও কল্যাণ রয়েছে । অতঃপর অবশ্যই আমি বলে দেবো কাফিরদেরকে যা তারা করেছে। এবং অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি ভোগ করাবো।

হা-মীম সাজদাহ সমস্ত আয়াত

Sign up for Newsletter