কুরআন - 40:34 সূরা গাফির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَلَقَدۡ جَآءَكُمۡ يُوسُفُ مِن قَبۡلُ بِٱلۡبَيِّنَٰتِ فَمَا زِلۡتُمۡ فِي شَكّٖ مِّمَّا جَآءَكُم بِهِۦۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلۡتُمۡ لَن يَبۡعَثَ ٱللَّهُ مِنۢ بَعۡدِهِۦ رَسُولٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنۡ هُوَ مُسۡرِفٞ مُّرۡتَابٌ

এবং নিশ্চয় এর পূর্বে তোমাদের নিকট ইয়ূসূফ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে; অতঃপর তোমরা তার আনীত বিষয়ে সন্দেহের মধ্যেই ছিলে। শেষ পর্যন্তই যখন তিনি ইন্‌তিকাল করেছেন, তখন তোমরা বলছো, ‘এখন অবশ্যই আল্লাহ্‌ কোন রসূল প্রেরণ করবেন না’। আল্লাহ্‌ এভাবে পথভ্রষ্ট করেন তাকেই, যে সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারী।

গাফির সমস্ত আয়াত

Sign up for Newsletter