এবং আমি তাদের প্রতি যুল্ম করি নি; বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুল্ম করেছে। অতঃপর তাদের উপাস্যগুলো, যে গুলোকে তারা আল্লাহ্ ব্যতীত পূজা করতো, তাদের কোন কাজে আসে নি যখন আপনার রবের নির্দেশ আসলো; আর ওইগুলোর কারণে তাদের ধ্বংস ব্যতীত অন্য কিছু বৃদ্ধি পায় নি।