তবে কি আপনার প্রতি যে ওহী আসে তা থেকে আপনি কিছু বর্জন করবেন এবং এতে কি মন সংকুচিত হবে, এতদ্ভিত্তিতে যে, তারা বলে, ‘তার সাথে কোন ধন-ভাণ্ডার কেন অবতীর্ণ হয় নি অথবা তার সাথে কোন ফিরিশ্তা কেন আসে নি?’ নিশ্চয় আপনি তো সতর্ককারী আর আল্লাহ্ প্রত্যেক বস্তুর রক্ষণাবেক্ষণকারী।