এবং এও যে, আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার প্রতি তাওবা করো। তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন একটা নির্ধারিত প্রতিশ্রুতি পর্যন্ত; এবং প্রত্যেক মর্যাদাবানের নিকট তার অনুগ্রহ পৌছাবেন। আর যদি মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশংকা করছি।