Quran Quote  :  He created man out of a mere drop of fluid, and lo! he turned into an open wrangler. - 16:4

কুরআন - 11:31 সূরা হুদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَلَآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ إِنِّي مَلَكٞ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزۡدَرِيٓ أَعۡيُنُكُمۡ لَن يُؤۡتِيَهُمُ ٱللَّهُ خَيۡرًاۖ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا فِيٓ أَنفُسِهِمۡ إِنِّيٓ إِذٗا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ

এবং আমি তোমাদেরকে বলি না যে, আমার নিকট আল্লাহ্‌ ধন-ভাণ্ডারসমূহ রয়েছে; এবং না এও যে, আমি অদৃশ্য জেনে নেই, আর এ কথাও বলি না যে, আমি ফিরিশ্‌তা হই এবং আমি তাদেরকে একথা বলি না যাদেরকে তোমাদের দৃষ্টি হীন মনে করে, ‘আল্লাহ্‌ কখনো তাদেরকে কোন মঙ্গল দেবেন না’। আল্লাহ্‌ ভালোভাবে জানেন যা কিছু তাদের অন্তরে রয়েছে। এমন করলে অবশ্যই আমি যালিমদের অন্তর্ভুক্ত হবো’।

Sign up for Newsletter