কুরআন - 11:46 সূরা হুদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيۡسَ مِنۡ أَهۡلِكَۖ إِنَّهُۥ عَمَلٌ غَيۡرُ صَٰلِحٖۖ فَلَا تَسۡـَٔلۡنِ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۖ إِنِّيٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ

এরশাদ করলেন, ‘হে নূহ! সে তোমার পরিবারভুক্ত নয়, নিঃসন্দেহে, তার কর্ম বড়ই অনুপযুক্ত। সুতরাং তুমি আমার নিকট ওই বিষয়ে প্রার্থনা করো না যা সম্পর্কে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও’।

Sign up for Newsletter