বলা হলো, ‘হে নূহ! কিশ্তী থেকে অবতারণ করো।! আমার পক্ষ থেকে শান্তি এবং বরকতগুলোর সাথে, যেগুলো তোমার উপর রয়েছে এবং তোমার সঙ্গেকার কিছু সম্প্রদায়ের উপর। আর এমন কিছু সম্প্রদায় আছে, যাদেরকে আমি দুনিয়া উপভোগ করতে দেবো। অতঃপর তাদেরকে আমার পক্ষ থেকে বেদনাদায়ক শাস্তি স্পর্শ করবে।