বললো, ‘হে আমার সম্প্রদায়! হ্যাঁ, বলো তো, যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নিকট থেকে অনুগ্রহ দান করেন, তবে আমাকে আল্লাহ্ থেকে কে রক্ষা করবে যদি আমি তার অবাধ্যতা করি? সুতরাং তোমরা ক্ষতি ব্যতীত আমার অন্য কিছু বৃদ্ধি করবে না’।