এবং যদি আমি তাদের থেকে শাস্তিকে কিছু নির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিই তবে তারা অবশ্যই বলবে, ‘কোন বস্তু বাধা দিয়েছে?’ শুনে নাও! যেদিন তাদের নিকট আসবে সেদিন (তা) তাদের নিকট থেকে ফিরিয়ে নেওয়া হবে না এবং তাদেরকে পরিবেষ্টন করবে ওই শাস্তি, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতো।