এবং মাদ্য়ানবাসীদের প্রতি তাদের স্বগোত্রীয় ও শু’আয়বকে (পাঠিয়েছি)। বললো, ‘হে আমার সম্প্রদায়! আল্লাহ্র ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই এবং মাপে ও ওজনে কম করো না; নিশ্চয় আমি তোমাদেরকে ভাল অবস্থাসম্পন্ন দেখছি এবং আমি তোমাদের সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি।