কুরআন - 11:84 সূরা হুদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

۞وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ وَلَا تَنقُصُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَۖ إِنِّيٓ أَرَىٰكُم بِخَيۡرٖ وَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ مُّحِيطٖ

এবং মাদ্‌য়ানবাসীদের প্রতি তাদের স্বগোত্রীয় ও শু’আয়বকে (পাঠিয়েছি)। বললো, ‘হে আমার সম্প্রদায়! আল্লাহ্‌র ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই এবং মাপে ও ওজনে কম করো না; নিশ্চয় আমি তোমাদেরকে ভাল অবস্থাসম্পন্ন দেখছি এবং আমি তোমাদের সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি।

Sign up for Newsletter