এবং যখন তাদের উপর এসে পড়ে কোন ঢেউ পর্বতমালার মতো, তখন আল্লাহ্কে ডাকে শুধু তারই উপর দৃঢ় বিশ্বাস রেখে। অতঃপর যখন তাদেরকে স্থলের দিকে রক্ষা করে নিয়ে আসেন, তখন তাদের মধ্যে কেউ কেউ সরল পথে থাকে। আর আমার নিদর্শনাবলী অস্বীকার করবে কেবল প্রত্যেক চরম বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিই।