কুরআন - 47:4 সূরা মুহাম্মদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

فَإِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ فَضَرۡبَ ٱلرِّقَابِ حَتَّىٰٓ إِذَآ أَثۡخَنتُمُوهُمۡ فَشُدُّواْ ٱلۡوَثَاقَ فَإِمَّا مَنَّۢا بَعۡدُ وَإِمَّا فِدَآءً حَتَّىٰ تَضَعَ ٱلۡحَرۡبُ أَوۡزَارَهَاۚ ذَٰلِكَۖ وَلَوۡ يَشَآءُ ٱللَّهُ لَٱنتَصَرَ مِنۡهُمۡ وَلَٰكِن لِّيَبۡلُوَاْ بَعۡضَكُم بِبَعۡضٖۗ وَٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَلَن يُضِلَّ أَعۡمَٰلَهُمۡ

সুতরাং যখন কাফিরদের সাথে তোমাদের মোকাবেলা হয়, তখন গর্দানগুলোতে আঘাত করো, শেষ পর্যন্ত যখন তাদেরকে ব্যাপকভাবে হত্যা করবে, তখন শক্তভাবে বেধে নাও; অতঃপর এরপরে ইচ্ছা করলে অনুগ্রহ পরবশ হয়ে ছেড়ে দাও, ইচ্ছা করলে মুক্তিপণ নিয়ে নাও; যে পর্যন্ত না যুদ্ধ আপন বোঝা রেখে দেয়। কথা (বিধান) হচ্ছে এটাই। আর আল্লাহ্‌ ইচ্ছা করলে নিজেই তাদের থেকে বদলা নিতেন, কিন্তু এজন্য যে, তোমাদের মধ্যে একজনকে অন্যজন দ্বারা পরীক্ষা করবেন। আর যারা আল্লাহ্‌র পথে নিহত হয়েছে আল্লাহ্‌ কখনো তাদের কৃতকর্ম বিনষ্ট করবেন না।

মুহাম্মদ সমস্ত আয়াত

Sign up for Newsletter