কুরআন - 48:10 সূরা আল-ফাতহ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوۡقَ أَيۡدِيهِمۡۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفۡسِهِۦۖ وَمَنۡ أَوۡفَىٰ بِمَا عَٰهَدَ عَلَيۡهُ ٱللَّهَ فَسَيُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا

ওই সব লোক, যারা আপনার নিকট বায়’আত গ্রহণ করেছে তারা তো আল্লাহ্‌রই নিকট বায়’আত গ্রহণ করেছে। তাদের হাতগুলোর উপর আল্লাহ্‌র হাত রয়েছে। সুতরাং যে কেউ অঙ্গীকার ভঙ্গ করেছে সে নিজেরই অনিষ্টার্থে অঙ্গীকার ভঙ্গ করেছে; আর যে কেউ পূরণ করেছে ওই অঙ্গীকার, যা সে আল্লাহ্‌র সাথে করেছিলো, তবে অতি সত্বর আল্লাহ্‌ তাকে মহা পুরস্কার দেবেন।

আল-ফাতহ সমস্ত আয়াত

Sign up for Newsletter