কুরআন - 59:7 সূরা আল-হাশর অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

مَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ كَيۡ لَا يَكُونَ دُولَةَۢ بَيۡنَ ٱلۡأَغۡنِيَآءِ مِنكُمۡۚ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

আল্লাহ্‌ আপন রসূলকে নগরবাসীর নিকট থেকে যেই গণীমত প্রদান করিয়েছেন, তা আল্লাহ্‌ ও রসূলের এবং নিকট আত্নীয়দের আর এতিম, মিসকীন ও মুসাফিরদের; যাতে তা তোমাদের ধনীদের সম্পদ না হয়ে যায় এবং যা কিছু তোমাদেরকে রসুল দান করেন তা গ্রহন করো। আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এবং আল্লাহ্‌কে ভয় করো! নিশ্চয় আল্লাহ্‌র শাস্তি কঠিন।

আল-হাশর সমস্ত আয়াত

Sign up for Newsletter