(হে) নবীর বিবিদ্বয়! যদি আল্লাহ্র দিকে তোমরা প্রত্যাবর্তন করো, যেহেতু নিশ্চয় তোমাদের অন্তর সঠিক পথ থেকে কিছুটা সরে গেছেএবং যদি তাঁর ব্যাপারে তোমরা জোট বাধো, (একে অপরকে সাহায্য করো,) তবে নিশ্চয় আল্লাহ্ তাঁর সাহায্যকারী এবং জিবরাঈল ও সৎকর্মপরায়ণ মু’মিনগণ! এবং এরপর ফিরিশ্তাগণ সাহায্যকারী রয়েছে।