কুরআন - 35:10 সূরা ফাতির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

مَن كَانَ يُرِيدُ ٱلۡعِزَّةَ فَلِلَّهِ ٱلۡعِزَّةُ جَمِيعًاۚ إِلَيۡهِ يَصۡعَدُ ٱلۡكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلۡعَمَلُ ٱلصَّـٰلِحُ يَرۡفَعُهُۥۚ وَٱلَّذِينَ يَمۡكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَمَكۡرُ أُوْلَـٰٓئِكَ هُوَ يَبُورُ

যে কেউ সম্মান চায়, তবে সম্মান তো সব আল্লাহ্‌রই হাতে। তাঁরই দিকে আরোহণ করে পবিত্র বাণীসমূহ এবং যেই সৎকাজ আছে তা সেটাকে উন্নীত করে। এবং ওইসব লোক, যারা মন্দ চক্রান্ত করে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এবং তাদের চক্রান্ত বিনষ্ট হবে।

ফাতির সমস্ত আয়াত

Sign up for Newsletter